HOW TO SET SINGLE OUTLET WISE PRICE

প্রশ্ন ঃ আমার কিছু রিটেইল আছে যেখানে আমি পণ্য মূল্য থেকে কিছু বেশি বা কম দামে বিক্রি করতে চাই। কিন্তু সক্রিয় তে মূল্য সেট করলে সবার জন্য পরিবর্তন হইয়ে যাচ্ছে ।। 

ঊত্তর ঃ 
চলুন আমরা দেখে নেয় কিভাবে সক্রিয়তে বিশেষ কিছু দোকানের জন্য আলাদা করে মূল্য সেট করা যায় । 

প্রতমত ঃ 
সক্রিয় ওয়েব অ্যাপ এ লগইন করে প্রোডাক্ট মাস্টের মডিউল এ প্রবেশ করুন। পারমিশন না থাকলে এডমিন থেকে পারমিশন নিয়ে নিন। 


এর পর প্রোডাক্ট লিস্ট এর জন্য প্রোডাক্ট এ ক্লিক করুন। ফিল্টার থেকে আপনার নির্ধারিত পণ্য খুঁজে নিন। 

পণ্যের বাম দিকে   ">" চিহ্ন ক্লিক করুন। 


পণ্য নিচের দিকে এক্সপান্ড করলে  বাটন এ ক্লিক করুন, 

উপরের পপ আপ শো করবে যেখান পণ্যের মূল্য কোন চ্যানেল এর জন্য কত মূল্য সেটি দেখতে পাবেন, 
পপ আপ এর  বাটন এ ক্লিক করুন।  


উপরের পপ আপ শো করলে প্রাইস টাইপ থেকে "Department" সিলেক্ট করুন। 



   
রিটেইল এর নাম সিলেক্ট করুন এবং প্রাইস দিয়ে সেভ বাটন এ ক্লিক করুন। 
তাহলে সিলেক্ট করা রিটেইল এর জন্য নতুন মূল্য নির্ধারন হয়ে যাবে। যা ইউজার পরবর্তী ডাঁটা সিঙ্ক এর সময় পাবে। 
ওয়েব অ্যাপ থেকে সাথে সাথে আপডেট পাওয়া যাবে । যখন আপনি কোন অর্ডার এর এই পণ্য এড করতে যাবে এই নির্দিষ্ট রিটেল এর জন্য। 


নিচের ইনভয়েস থেকে এডিট দেখান হয়েছে, 

ডিটেলস বাটন থেকে ক্লিক করে এডিট বাটন এ ক্লিক করুন। 




পণ্য সিলেক্ট করলে এই বিশেষ দোকানের জন্য সেট করা মূল্য শো করবে এবং পরিমাণ সেট করলে টোটাল মূল্য আসবে। 


যে কোন টেকনিকাল সমস্য তে কাস্টমার কেয়ার এর সহযোগিতা নিন। 






















Comments

Popular posts from this blog

Sokrio DMS Web application Guideline